আন্তর্জাতিক ডেস্কঃ মিউনিখ পুলিশের মুখপাত্র পিটার বেক নিশ্চিত করেছে, বন্দুকাধারী অলিম্পিয়ার ম্যাকডোনাল্ড ফাস্টফুডের দোকানে হামলা চালিয়ে কমপক্ষে ৬ জনকে হত্যা করেছে। এতে আহত হয়েছে প্রায় ২০ জন।
জার্মান সরকার বার্লিনে জরুরি বৈঠক ঠেকেছে। মিউনিখে নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে পর্যালোচনার জন্য এ বৈঠক ডেকেছেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। পুলিশ জনগণকে নিশ্চিত না হয়ে কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। যে কোনো ধরনের গুজবে কান না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এখন পুরো শহর নিস্তব্ধ এবং সব ধরনের স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়া হয়েছে। ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। এরপর ঘটনাস্থলের কিছুটা দূরে এক ইরানি তরুণের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সেই যুবকই হামলাকারী।