News71.com
 International
 23 Jul 16, 11:05 AM
 390           
 0
 23 Jul 16, 11:05 AM

মার্কিন কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তৃতীয় লিঙ্গের ম্যানিং

মার্কিন কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তৃতীয় লিঙ্গের ম্যানিং

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁসকারী চেলসি ম্যানিং কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবীরা। জানাগেছে , ৩৫ বছর বয়সী তৃতীয় লিঙ্গের মানুষ ম্যানিং যুক্তরাষ্ট্রে পুরুষদের জন্য নির্ধারিত একটি সামরিক কারাগারে ৩৫ বছর মেয়াদের দন্ড ভোগ করছেন।

ম্যানিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এ খবর প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ম্যানিংয়ের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। কোন কারণে ম্যানিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেনাবাহিনী তা প্রকাশ না করলেও গণমাধ্যমের প্রতিবেদনে এর সঙ্গে আত্মহত্যা প্রচেষ্টার সম্পর্ক আছে বলে খবর প্রকাশ হয়েছিল। 

ম্যানিংয়ের আইনি পরামর্শক দল এক বিবৃতিতে বলেছে, “নিজের জীবনের সমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চেলসি। তিনি তার চিকিৎসার ব্যক্তিগত তথ্য ব্যক্তিগতই রাখতে চান, তার সুস্থ হয়ে ওঠার বিষয়টিও প্রকাশ করতে চান না।”

বিবৃতিতে আরো বলা হয়, “তিনি জানেন তিনি কেমন আছেন, কী করছেন, মানুষ এসব জানতে চায়। তিনি সবাইকে জানাতে চান, তিনি কারাগারের নিবিড় নজরদারির মধ্যে আছেন এবং আগামী কয়েক সপ্তাহ ধরে এরকম নজরদারির মধ্যেই থাকবেন বলে আশা করছেন।”

সোমবার ম্যানিংয়ের ট্যুইটার একাউন্টে পাঠানো এক বার্তায় বলা হয়, “আমি ঠিক আছি। বেঁচে আছি বলে আমি খুশি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।”

এই একাউন্টে কখনো কখনো ম্যানিংয়ের প্রতিনিধিরা ট্যুইট করলেও ম্যানিং টেলিফোনের মাধ্যমে বার্তাগুলো তাদের দিয়ে থাকেন বলে জানা গেছে।

উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাত লাখ গোপন নথি ফাঁস করার দায়ে ২০১৩ সালে ম্যানিং দোষী সাব্যস্ত হন। তিনি ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করতেন। ব্র্যাডলি ম্যানিং তৃতীয় লিঙগ হিসেবে অভিযুক্ত হলেও পরবর্তীতে হরমোন থেরাপি নিয়ে তিনি নারী হিসেবে আত্মপ্রকাশ করে চেলসি ম্যানিং নাম ধারণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন