আন্তর্জাতিক ডেস্ক: সংসদের ভিতরে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়ালেন পাঞ্জাবের আম আদমি পার্টির সংসদ সদস্য ভগবন্ত মান। তার এই কাজ দায়িত্ব জ্ঞানহীন দাবি করে আজ শুক্রবার অধিবেশন চলাকালীন লোকসভায় বিক্ষোভ করেছে বিজেপি। তখন এই সময় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।
১২ মিনিটের একটি ভিডিও রেকর্ডিংয়ে ভগবন্ত মান সংসদের বিভিন্ন গেটের ক্রসিং, নিরাপত্তারক্ষীদের ব্যারিকেড ও সংসদের ভিতরের দৃশ্য ক্যামেরাবন্দি করেন। মুলত কেন্দ্রের মানুষকে সংসদের ভিতরের কাজ দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করেছিলেন বলে তিনি দাবি করেছেন। রেকর্ড করার আগে তিনি বলেন, “আজ আমি আপনাদের এমন কিছু দেখাব যা আগে কখনও আপনারা দেখেননি।” এমনকী সংসদের ভিতরে এক নিরাপত্তারক্ষী তাকে ছবি তুলতে নিষেধ করলে ভগবন্ত বলেন, তিনি ভিডিওটি খুব সাবধানে রাখবেন।
এদিকে আবার বিজেপির অভিযোগ করেছেন, দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সংসদ। সেখানকার ছবি, ভিডিও ফাঁস হওয়ার ঘটনা দেশের সুরক্ষা নষ্ট হওয়ার শামিল। কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আববাস নকভি বলেন, “সংসদের নিরাপত্তা নিয়ে ভগবন্ত ষড়যন্ত্র করছেন। দেশের সুরক্ষা নিয়ে তিনি আপোশ করছেন।”
অন্যদিকে সংবাদ মাধ্যমকে ভগবন্ত মান বলেন, “লোকসভার স্পিকার কিছু জানতে চাইলে তার কাছে ক্ষমা চাইব। আমি বলব যে, আমি এ ব্যাপারে জানতাম না।”