আন্তর্জাতিক ডেস্কঃ তামিলনাড়ু থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ারগামী ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন প্লেন নিখোঁজ হওয়ার খবর দিয়েছে ভারতীয় মাধ্যম। প্লেনটিতে ২৯ জন আরোহী ছিলো বলে জানা গেছে।
রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে এএন-৩২ প্লেনটির সর্বশেষ অবস্থান ছিলো বঙ্গোপসাগর। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছে প্লেনটি। তামিলনাড়ুর তামবারাম বিমান ঘাঁটি থেকে আজ স্থানীয় সময় সকাল ৮টায় উড্ডয়ন করে দুপুরে আন্দামানে অবতরণের কথা ছিলো প্লেনটির। তবে অবতরণের প্রায় ১ ঘণ্টা আগে এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
এএন-৩২ ভারতীয় বিমান বাহিনীর বহুল ব্যবহৃত পরিবহন প্লেন। বর্তমানে এই মডেলের শতাধিক প্লেন রয়েছে ভারতের বিমান বাহিনীতে। প্লেনটির খোঁজে বর্তমানে বঙ্গোপসাগরে অনুসন্ধান চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী ও কোস্টগার্ড।