News71.com
 International
 22 Jul 16, 12:05 PM
 417           
 0
 22 Jul 16, 12:05 PM

ব্রাজিলে অলিম্পিক গেমস শুরু হওয়ার মাত্র ২ সপ্তাহ আগে নাশকতা চালানোর আশঙ্কায় ১০ জনকে আটক ।। 

ব্রাজিলে অলিম্পিক গেমস শুরু হওয়ার মাত্র ২ সপ্তাহ আগে নাশকতা চালানোর আশঙ্কায় ১০ জনকে আটক ।। 

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে অলিম্পিক গেমস শুরু হওয়ার মাত্র ২ সপ্তাহ আগে ওই আয়োজনে নাশকতা চালানোর আশঙ্কায় ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে তারা সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্য নয় ।

ব্রাজিলের বিচারমন্ত্রী আলেক্সান্দার মোরায়েস এক বিবৃতিতে জানান, ওই ১০ ব্যক্তি অলিম্পিক গেমস চলাকালে হামলার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু পুলিশ আগেই টের পেয়ে যাওয়ায় তাদের সে পরিকল্পনা ভেস্তে গেছে। আটক ১০ জনই ব্রাজিলের নাগরিক। তবে তাদের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে আটক করা হয়েছে। তারা হোয়াটস আপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত ।

আটক দলটির কাছ থেকে একে রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এখনো ওই দলের সন্দেহভাজন আরো ২জনকে খুঁজছে পুলিশ। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে ২১শে আগস্ট থেকে শুরু হতে চলেছে অলিম্পিক গেমস। এ আয়োজন সফল ও নিরাপদে সম্পন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছে ব্রাজিল সরকার। তারা ইতিমধ্যে ৮০ হাজারের বেশি পুলিশ ও সেনা নিয়োগ করেছে। তারা রিও ডি জেনেরো শহরের রাস্তাগুলোতে টহল দিচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন