News71.com
 International
 21 Jul 16, 08:37 PM
 444           
 0
 21 Jul 16, 08:37 PM

লিবিয়ায় গুলি করে ফরাসি হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৩

লিবিয়ায় গুলি করে ফরাসি হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৩

 

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, লিবিয়ায় একটি ফরাসি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।  এতে করে ৩ জন ফরাসি সেনা নিহত হয়েছেন। 'বিপজ্জনক গোয়েন্দা অভিযান' চালানোর সময় এই সেনারা নিহত হন। আজ বৃহস্পতিবার এই তথ্য বলেন।

এই ঘটনায় লিবিয়ার জাতিসংঘ-সমর্থিত সরকার বলেছে, তাদের (ফরাসি সেনা) উপস্থিতি জাতির (লিবিয়া) সার্বভৌমত্বের ‘লঙ্ঘন’। ফরাসি সরকারের দেওয়া ঘোষণায় তারা অসন্তুষ্ট।

 আর এর আগে বুধবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্টিফেন ল্য ফোল প্রথমবারের মতো নিশ্চিত করেন যে, লিবিয়ায় তাদের বিশেষ বাহিনী ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন