News71.com
 International
 21 Jul 16, 08:17 PM
 444           
 0
 21 Jul 16, 08:17 PM

চিলিতে ৭০টি তিমির মৃতদেহের সন্ধান লাভ...

চিলিতে ৭০টি তিমির মৃতদেহের সন্ধান লাভ...

আন্তর্জাতিক ডেস্ক: চিলির দক্ষিণাঞ্চলে প্রায় ৭০টি তিমির মৃতদেহ পাওয়া গেছে। পাতাগোনিয়ার একটি প্রত্যন্ত খাঁড়িতে ৩৩০টির বেশি তিমি ভেসে ওঠার এক বছরের কম সময়ের মধ্যে সর্বশেষ এই মৃতদেহগুলো পাওয়া গেল।

চিলির মৎস্য বিভাগ বলেন, গত ডিসেম্বরে যে তিমিগুলোর মৃতদেহ ভেসে উঠেছিল এগুলো সেই প্রজাতির তিমি নয়। জাতীয় মৎস্য বিভাগের পরিচালক জোস মিগুয়েল বার্গোস বলেন, আমরা এর আগে যেই তিমিগুলোকে দেখেছিলাম এগুলো সেগুলোর চেয়ে ছোট।

তিনি আরও বলেছেন, সামনের দিনগুলোতে যেসব স্থানে তুলনামূলকভাবে প্রবেশ করা সম্ভব হবে সে সব স্থানে তদন্ত চালিয়ে দেখব যে এই তিমিগুলোর মৃত্যুর পেছনে মানুষের কোন ভূমিকা রয়েছে কিনা। ২ মাসের বেশি সময় আগে এই তিমিগুলো মারা যায়। এই বিষয়ে কর্তৃপক্ষ বলেছে, তিমিগুলোর মৃতদেহ অবিকৃত থাকায় এখনো এগুলোর ময়নাতদন্ত করা সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন