স্পোর্টস ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে রাস্তায় প্রকাশ্যে এক ক্রিকেটারকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবা তার মৃত্যু হয়। ২০ বছর বয়সী ওই ক্রিকেটারের নাম জানা যায়নি। তবে এ বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়ার কথা ছিল তার। দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় থাকতো সে।
যারা ঐ ক্রিকেটারকে হত্যা করেছে ওই সন্ত্রাসী গোষ্ঠিটির সঙ্গে গত ১২ জুলাই খেলার মাঠে কথা কাটাকাটি হয়েছিল ছেলেটির। ওই সময়ই তাকে হত্যার হুমকি দেয়া হয়।
গত ১৭ জুলাই আবারও ছেলেটি তার বন্ধুদের সঙ্গে খেলতে যায় মাঠে। যাওয়ার আগে মাকে বলে গিয়েছিল, খুব দ্রুতই ঘরে ফিরবে সে। কিন্তু ফিরলো লাশ হয়ে। ঐ দিন খেলার মাঠেই সন্ত্রাসীরা তাকে আক্রমণ করে। বাঁচার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করে ছেলেটি এবং একটি বাসে গিয়ে ওঠে।
সন্ত্রাসীরা ওই বাসে গিয়েই ছেলেটিকে ধরে ফেলে এবং বাস থেকে নামিয়ে এনে হকি স্টিক, রড দিয়ে পেটাতে থাকে। শুধু তাই নয়, পাথর দিয়ে তার মাথা থেঁতলে দেয় সন্ত্রাসীরা।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর বুধবার মারা যায় সে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পর তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে নিহতের পরিবারের দাবি, অন্তত ৮ থেকে ১০ জন সন্ত্রাসী অংশ নিয়েছিল ঘটনার সময়। বাকিদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও রাস্তা অবরোধ করে নিহতের পরিবার এবং এলাকার মানুষ।
দিল্লিতে প্রায়ই সন্ত্রাসীরা প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যা করে।
কিন্তু পুলিশ সব সময়ই এ নিয়ে নির্বিকার। পর্যাপ্ত তথ্য-প্রমাণ হাতে থাকলেও সন্ত্রাসীদের প্রতি কোনভাবেই তৎপর হতে দেখা যায় না প্রশাসনকে। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে-বেড়ালেও তাদের গ্রেফতার করা হয় না। যে কারণে, হু হু করে বাড়ছে এ ধরনের মারাত্মক অপরাধ।