News71.com
 International
 21 Jul 16, 02:00 PM
 431           
 0
 21 Jul 16, 02:00 PM

সমাজকে টুকরো টুকরো করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার ।। কংগ্রেস সভানেত্রী সোনিয়া

সমাজকে টুকরো টুকরো করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার ।। কংগ্রেস সভানেত্রী সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের সাম্প্রতিক ঘটনাবলী সারা দেশের কাছেই একটা বড় সংকট হয়ে উঠেছে। এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি বলেছেন, কাশ্মীরে সম্প্রতি যে ঘটনা ঘটছে, তা খুবই দুঃখজনক এবং দেশের পক্ষে বিপজ্জনক। সনিয়া আরও বলেছেন, দেশের নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না। জঙ্গিদের কড়া হাতে দমন করতে হবে। কিন্তু একইসঙ্গে নিজেদের কাছেও প্রশ্ন করতে হবে, কিসের জন্য তরুণরা এ ধরনের হিংসার পথে চালিত হচ্ছে।

ভারতের লোকসভার চলতি বাদল অধিবেশনে কংগ্রেস সংসদীয় দলের প্রথম বৈঠকে সনিয়া বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বাধীন সরকার কাশ্মীরে অনেক ভালো কাজ করেছিল। কিন্তু সেই ধারায় এখন ছেদ পড়ে গিয়েছে।

কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সনিয়া মোদীর বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে অস্থির করে তোলা, সমাজের মেরুকরণ ঘটানোর অভিযোগ এনেছেন। একইসঙ্গে মোদী সরকার সংখ্যাগরিষ্ঠতাকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে  সংকীর্ণ মতাদর্শ মানুষের ওপর চাপিয়ে দিতে চাইছে বলেও তোপ দাগেন কংগ্রেস সভানেত্রী।

সনিয়ার অভিযোগ, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে মোদী সরকার। এই সংখ্যাগরিষ্ঠতাকে তারা মানুষের ওপর নিজেদের সংকীর্ণ মতাদর্শ চাপিয়ে দেওয়ার লাইসেন্স হিসেবে ব্যবহার করছে এবং সংবিধানের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে সমাজের বিভাজন ঘটানোর প্রয়াস তারা নতুন উদ্যমে শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন