News71.com
 International
 21 Jul 16, 12:48 PM
 474           
 0
 21 Jul 16, 12:48 PM

আর্জেন্টিনায় ৮ কোটি বছর আগের মাংসাশী ডাইনোসরের পরিচয় মিললো ।।

আর্জেন্টিনায় ৮ কোটি বছর আগের মাংসাশী ডাইনোসরের পরিচয় মিললো ।।

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার গবেষকেরা জানিয়েছেন, দেশটির পাতাগোনিয়ায় ৮ কোটি বছর আগের এক মাংসাশী ডাইনোসরের পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন।

ফসিলটি এক দশক আগে পাওয়া গেলেও, তখন এর ধরণ চিহ্নিত করা যায়নি। গবেষকেরা জানিয়েছেন, মুরুসর্যাপটর ব্যারোসেনিস নামে প্রাণীটি আড়াই মিটার লম্বা, ২পেয়ে এবং পায়ের থাবা কাস্তে-আকৃতির।

ফসিলটির ধরণ দেখে মনে হয় এটি খুবই অল্পবয়সী কোন ডাইনোসরের কঙ্কাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন