News71.com
 International
 21 Jul 16, 12:35 PM
 469           
 0
 21 Jul 16, 12:35 PM

রাতভর বিমান হামলায় শতাধিক আইএস জঙ্গি নিহত

রাতভর বিমান হামলায় শতাধিক আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিমান অভিযানে শতাধিক আইএস জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিরিয়া সরকার৷ স্থানীয় সময় গতকাল বুধবার সিরিয়া বিমান বাহিনী সালামিয়া এলাকায় হামলা চালায়। ইতোমধ্যে সালামিয়ার পূর্ব দিকের বেশ কয়েকটি এলাকাকে মুক্ত করেছে সিরিয়া সেনাবাহিনী।

জানা গেছে, এই  অভিযানে দায়েসের এক ডজনেরও বেশি সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়াও, সিরিয়ার উত্তরে রাকা প্রদেশেও সরকারি বিমান বাহিনীর অভিযানে দায়েসের একটি কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে। রাকায় দায়েসের সবচেয়ে শক্তিশালী আস্তানা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন