আন্তর্জাতিক ডেস্ক: আড়াই বছরে তিন বার যমজ সন্তানের জন্ম দিলেন আমেরিকার এক নারী। এই নারীর নাম দানেশা। গত ২০১৫ সালে তিনি জন্ম দিয়েছিলেন তার দ্বিতীয় যমজ সন্তানের। এবার হ্যাট্রিক করলেন তিনি।জানাগেছে, এই পাঁচ সন্তানের জননী দানেশা থাকেন আমেরিকার কাঁসাস শহরে। কিছুদিন আগে মাথা ঘুরতে শুরু করে তার। প্রথমে অবশ্য অতটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু অস্বস্তি বাড়তে থাকায় এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও ডাক্তারের কাছে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, ফের মা হতে চলছেন তিনি।
দানেশা ও তার স্বামী আরও বেশি চমকে যান, যখন তারা জানতে পারেন এবারেও তাদের কোলে আসতে যাচ্ছে আরও এক জোড়া সন্তান। তিনি স্বীকার করে নিয়েছে মানসিক ভাবে প্রস্তুত হলেও শারীরিকভাবে এক্কেবারেই প্রস্তুত ছিলেন না। ব্যাপারটার সঙ্গে বুঝে উঠতেই কয়েক মাস পেরিয়ে যায় তার। শেষ পর্যন্ত সব কিছু পেরিয়ে গত মাসে তিনি জন্ম দিয়েছেন তার তৃতীয় যমজ সন্তানের।
প্রসঙ্গত, বিগত ২০১৫ সালে দম্পতি পেয়েছিল তাদের তৃতীয় ও চতুর্থ সন্তান। তাদের নাম ডেলিলা ও দাভিনাকে। গত ২০১৪ সালে দানেশা মাতৃত্বের প্রথম স্বাদ পেয়েছিল। সেবারের দুই সন্তানের মধ্যে ১ জন মারা গিয়েছিল জন্মের মাত্র ৫ মিনিটের মধ্যেই। বেঁচে থাকা সন্তান ডেসমন্ডের শারীরিক অবস্থাও খুব খারাপ ছিল। প্রায় তিন মাস জরুরি বিভাগে কাটানোর পর সুস্থ হয় সে। কিন্তু সেসব দুঃখ এখন পিছনে ফেলে এসেছে এই মার্কিন দম্পতি।