আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের জাতীয় সংসদ আরো ৬ মাসের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। গত ১৪ জুলাই দক্ষিণাঞ্চলীয় নিস শহরে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের সংসদ এই সিদ্ধান্ত নিল। এই নিয়ে চতুর্থবারের মতো ফরাসি জরুরি অবস্থার মেয়াদ বাড়াল। ফ্রান্সের জাতীয় সংসদের নিম্ন কক্ষ 'ন্যাশনাল অ্যাসেম্বলি'র সদস্যরা আজ বুধবার কয়েক ঘণ্টা বিতর্ক শেষে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেন।
গত বছরের নভেম্বরে রাজধানী প্যারিসের ৬টি জায়গায় একযোগে সংঘটিত সন্ত্রাসী হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়। এর মধ্যে ৩৫০ জন আহত হয়। পরে ফ্রান্স সরকার ফ্রন্সের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে। জিহাদি গোষ্ঠী আইএস এই ঘটনার দায় স্বীকার করেছিল।
নতুন করে মেয়াদ বাড়ানোর ফলে ফ্রান্সে জরুরি অবস্থা শেষ হবে আগামী ২০১৭ সালের জানুয়ারি মাসে। জরুরি অবস্থা বহাল থাকার কারণে ফরাসি সরকার আদালতের নির্দেশ ছাড়াই যেকোনো ব্যক্তিকে গৃহবন্দী করে রাখতে পারে। এছাড়া, ওয়ারেন্ট বাদেই যেকোনো ব্যক্তিকে তল্লাশি করা যায়।