News71.com
 Health
 10 Jul 16, 11:29 PM
 1083           
 0
 10 Jul 16, 11:29 PM

যে কারণে বাড্‌স দিয়ে কান পরিষ্কার করা উচিত নয়....

যে কারণে বাড্‌স দিয়ে কান পরিষ্কার করা উচিত নয়....

 

নিউজ ডেস্ক: কানের ভিতর কোন অসুবিধা বা অস্বস্তি বোধ করলে অনেকেই মনে করেন নিশ্চয়ই ময়লা জমেছে। তখন অনেকেই ইয়ার বাড্, পিন, ক্লিপ এমনকি সেফটিপিন দিয়ে ময়লা পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু আপনি হয়তো জানেন না যে, এভাবে কানের ভিতর খোঁচাখুঁচি করাটা কিন্তু বিপজ্জনক। এক্ষেত্রে ডাক্তার দেখানো জরুরি। বাড্স দিয়ে কান পরিষ্কার করবেন না এর কারণ:

- কানের ময়লা বা ‘সেরুমেন’ আমাদের কানকে রক্ষা করে। বাইরের ধুলোবালি থেকে কানের ভিতরের অংশকে রক্ষা করে এই ‘সেরুমেন’। এমনকি ব্যাক্টেরিয়া, ফাঙ্গাসের আক্রমণ থেকেও কানকে বাঁচায় কানের ময়লা। ‘সেরুমেন’ মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণকে আর্দ্র এবং তৈলাক্ত রাখতে সাহায্য করে। ‘সেরুমেন’ শুকিয়ে মুখের পেশীর সঙ্কোচন-প্রসারণের সঙ্গে সঙ্গে আপনাআপনি কান থেকে বেরিয়ে যায়। আলাদা করে বাড্‌স দিয়ে বের করার কোন দরকার পড়ে না।

- অনেক সময় কান থেকে ময়লা বের করতে গিয়ে বাড বা পিনের খোঁচায় মারাত্মক ক্ষতি হতে পারে আপনার কানের। এমনকি বধির হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন