News71.com
 Health
 06 Jul 16, 11:40 PM
 1058           
 0
 06 Jul 16, 11:40 PM

বুড়ো হতে চাইলে ঘন ঘন সেলফি তুলুন

বুড়ো হতে চাইলে ঘন ঘন সেলফি তুলুন

হেলথ ডেস্ক: বর্তমান প্রজন্মে আট থেকে আশি সেলফির নেশার বুঁদ। বাড়ি, অফিস হোক বা অন্য যেকোনও জায়গা, সেলফি তুলতে কার্পণ্য করেন না কেউ। কিন্তু যারা এই নেশায় আচ্ছন্ন তাদের জন্য বিপদের বাণী শোনাচ্ছেন চিকিৎসকেরা।

ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকদের দাবি, প্রতিনিয়ত মোবাইল ফোনের আলো ও রেডিয়েশনের সামনে নিজের ছবি তুললে তার সবচেয়ে খারাপ প্রভাব পড়ে মুখের ত্বকে। ফলে ত্বক কুঁচকে গিয়ে খুব কম বয়সেই বুড়ো হয়ে যেতে পারেন আপনি। যে হাতে আপনি বেশি সেলফি তোলেন, সেই দিকের মুখের ত্বকে এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি।

এমনকী শুধু সেলফিই নয়, দীর্ঘক্ষণ মোবাইল ঘাঁটলে, স্ক্রিনের থেকে বিচ্ছুরিত নীল আলোও ত্বকের ক্ষতি করে। এমনটাই বলেছেন ইংল্যান্ডের স্কিন ক্লিনিকের ডিরেক্টর সিমোন জোয়াকেই। বিশেষজ্ঞদের মতে, মোবাইল থেকে বেরনো ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন শরীরের ডিএনএ-তে প্রভাব ফেলে ত্বককে খারাপ করে দেয়। এছাড়া ডিএনএ-তে এর প্রভাব এতটাই মারাত্মক হয় যে, ত্বককে সারিয়ে তোলার ক্ষমতাও কমে যায়। যার ফলে ত্বক পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন