News71.com
 Health
 11 Jun 16, 02:31 AM
 1161           
 0
 11 Jun 16, 02:31 AM

দূষিত বায়ুই অস্বাভাবিক রক্তচাপ বাড়ার অন্যতম প্রধান কারণ....

দূষিত বায়ুই অস্বাভাবিক রক্তচাপ বাড়ার অন্যতম প্রধান কারণ....

হেলথ ডেস্কঃ দূষিত বায়ুর কারণে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায় বলে নতুন একটি গবেষণায় সতর্ক করা হয়েছে।চীনের গুয়াংডং প্রাদেশিক গণস্বাস্থ্য ইন্সটিটিউটের কর্মকর্তা ও গবেষক তাও লিউ বলেন, বায়ু দূষণের বিষয়ে প্রকাশিত ১৭টি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায়, দূষিত বায়ুর সংস্পর্শে আসলে মানুষের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বেড়ে যাওয়ার উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। এ কারণে যে সময় বায়ু দূষণের মাত্রা উচ্চ পর্যায়ে থাকে ওই সময় জনগণের বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের দূষিত বায়ুর সংস্পর্শে যাওয়া কমিয়ে দেওয়া উচিত।

যেসব কারণে হৃদরোগ ও স্ট্রোক হয় উচ্চ রক্তচাপ তার অন্যতম। যানবাহন-কল কারখানার কালো পোড়া ধোঁয়া, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের অনিয়ন্ত্রিত ব্যবহার ও ধূলাবালির কারণে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়।

উল্লেখ্য, গবেষকরা প্রাথমিকভাবে বায়ু দূষণের উপর ৫,৬৮৭টি গবেষণা প্রতিবেদন বাছাই করেছেন। সেখান থেকে বাছাই করা ১৭টি প্রতিবেদন নিয়ে তারা মূল গবেষণাটি পরিচালনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন