News71.com
 Health
 07 Sep 18, 01:28 PM
 1255           
 0
 07 Sep 18, 01:28 PM

নিয়মিত হাটাচলা না করায় বিশ্বের এক চতুর্থাংশ লোক অকাল মৃত্যুর ঝুঁকিতে  

নিয়মিত হাটাচলা না করায় বিশ্বের এক চতুর্থাংশ লোক অকাল মৃত্যুর ঝুঁকিতে   

হেলথ ডেস্কঃ আপনি কি আজ অন্তত কিছুটা পথ হেঁটেছেন? অফিসে কাজ কি চেয়ারে বসে করতে হয়, নাকি হাতে-কলমে করতে হয়? আজ কোন খেলাধুলা করেছেন কি? যদি এর উত্তর না হয়ে থাকে - তাহলে কিন্তু আপনার হূদরোগ, ডায়াবেটিস বা ক্যান্সারের মত রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে অকালে মৃত্যুর ঝুঁকি। এক জরিপের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় না হবার কারণে পৃথিবীর এক-চতুর্থাংশেরও বেশি লোকই নানা গুরুতর রোগে আক্রান্ত হবার ঝুঁকির মধ্যে রয়েছে।

তাই পৃথিবীর প্রায় দেড়শ কোটি লোকই এখন হয়তো অকালে অর্থাত্ স্বাভাবিক বয়সের আগেই মারা যেতে পারেন, এমন সম্ভাবনা আছে। জরিপের রিপোর্ট বলা হচ্ছে, যারা শারীরিকভাবে সক্রিয় নয় বা ব্যায়াম করে না তাদের বয়সের কোনো এক পর্যায়ে এসব রোগ হবার ঝুঁকি বেশি। ল্যানসেট গ্লোবাল হেল্থ জার্নালে প্রকাশিত এই জরিপটিতে ২০ লাখ অংশগ্রহণকারীর উপাত্তের বিশ্লেষণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন