News71.com
 Bangladesh
 15 Feb 24, 10:24 AM
 467           
 0
 15 Feb 24, 10:24 AM

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল পাবনা॥

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল পাবনা॥


নিউজ ডেস্কঃ পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের কিছু অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৭ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল পাবনার আটঘরিয়া। আবহাওয়া অধিদফতরের মুখপাত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৩ দশমিক ৬। আমাদের যেসব স্টেশন আছে প্রায় সব স্টেশন থেকেই এই কম্পন পাওয়া গেছে।’ এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বিশেষ করে পাবনা এবং আশপাশের অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান। এর আগে গত বছরের ২ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন