News71.com
 Bangladesh
 12 Jan 23, 12:35 PM
 631           
 0
 12 Jan 23, 12:35 PM

রাজশাহীতে তাপমাত্রা কমে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস॥ এই মৌসুমে জেলার সর্বনিন্ম রেকর্ড

রাজশাহীতে তাপমাত্রা কমে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস॥ এই মৌসুমে জেলার সর্বনিন্ম রেকর্ড

নিউজ ডেস্কঃ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে। গতকাল বুধবার রাত থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ঘন কুয়াশাও ছিল। সকাল নয়টার দিকে ঝলমলে রোদ উঠেছে। তবে শীতের তীব্রতা খুব বেশি কমেনি।রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি। এর আগে গত শনিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। এর মাঝে তাপমাত্রা বাড়লেও দুই দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকালে তা কমে ৭ দশমিক ৪ ডিগ্রিতে নেমে আসে।

আগামীকাল শুক্রবারও রাজশাহীর তাপমাত্রা একই রকম থাকতে পারে। তবে কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। এদিকে তাপমাত্রা কমায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন হচ্ছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় মানুষের চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল রাত ১০টার পর থেকে রাজশাহীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। আজ সকাল আটটা পর্যন্ত সেই কুয়াশা ছিল। সকালে রোদ উঠলেও উত্তরের হিমেল বাতাসের কারণে রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। তবে শীত উপেক্ষা করে লোকজনকে কাজে বের হতে দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন