News71.com
 Bangladesh
 23 Jul 22, 06:23 PM
 1489           
 0
 23 Jul 22, 06:23 PM

রাজশাহীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত।।

রাজশাহীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত।।

নিউজ ডেস্কঃ রাজশাহীতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ পালিত হয়েছে। জনসেবায় অসামান্য অবদানের জন্য সরকারের বিভিন্ন দপ্তরের ২৭ জন কর্মকর্তা, চারটি দপ্তরকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়।  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

এদিন বেলা ১১টায় ভিডিও কনফারেন্সে রাজশাহীর এ প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যুক্ত ছিলেন (ভারপ্রাপ্ত) বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক ও জেলা প্রশাসক আব্দুল জলিলসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা ও রূপকল্প ২০৪১ অর্জনে সিভিল সার্ভিসের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেমিনারে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন