
নিউজ ডেস্কঃ স্ত্রীর আত্মীয়দের নিয়ে রেলের ঘটনায় বিব্রত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রথমে তিনি তার আত্মীয়দের চিনতে পারেননি। পরে আত্মীয় সম্পর্কে জেনেছেন। রোববার (০৮ মে) রেল ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন রেলমন্ত্রী। গত ৫ মে রাতে ঈশ্বরদী থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ওঠা তিন যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের জন্য জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। ওই তিন যাত্রী রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দিয়েছিলেন। টিকিট ছাড়াই পাবনা থেকে ঢাকামুখী ট্রেনে উঠে এসি কামরায় বসেছিলেন ওই তিন যাত্রী।
তখন টিটিই বিনা টিকিটে ভ্রমণের জন্য তাঁদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন। তখন তাঁদের এসি কামরাও ছাড়তে হয়। ওই তিন যাত্রী রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারের নিকটাত্মীয়। শুক্রবার টিটিইকে বরখাস্ত করার খবর প্রকাশের পর নানা মহলে সমালোচনা শুরু হয়। শনিবার রেলমন্ত্রী এক প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমকে বলেন, কারা তাঁর আত্মীয় পরিচয় দিয়েছেন, তাঁদের তিনি চেনেন না। এ বিষয়ে রোববার রেলমন্ত্রী বলেন, আত্মীয় এটা এখন ঠিক, যেটা আমিও শুনেছি। তখন পর্যন্ত জানতাম না এরা কারা এবং চেনার কথাও না, মাত্র নয় মাস হলো আমার বিয়ে হয়েছে। নতুন বিয়ে হয়েছে। সে ঢাকাতেই থাকে। তার নানা বাড়ি মামা বাড়ি হলো পাবনায়। আমার ওয়াইফকে জিজ্ঞাসা করেছি, এই ঘটনার পরে। আমি তখন জেনেছি।