
নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাটে এক গ্রাম্য চিকিৎসককে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আব্দুল মান্নান (৬০)। তিনি উপজেলার কানজগাড়ি গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। উপজেলার মালেকার মোড়ে তার ওষুধের দোকান রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ইফতারসামগ্রী নিয়ে পাটক্ষেতে কাজ করতে যান আব্দুল মান্নান। সন্ধ্যার পরে কাজ শেষে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা পাটক্ষেতের পাশের একটি কলাবাগানে তার গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রাম্য চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।