News71.com
 Bangladesh
 23 Nov 21, 11:50 AM
 451           
 0
 23 Nov 21, 11:50 AM

সিরাজগঞ্জে আওয়ামী লীগের অফিসে ককটেল বিস্ফোরণ॥

সিরাজগঞ্জে আওয়ামী লীগের অফিসে ককটেল বিস্ফোরণ॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম হিরোর নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২২ নভেম্বর) রাতে ৮ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অফিসে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে নিয়ে যায়। এ ঘটনার জন্য দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীকে দায়ী করছে আওয়ামীলীগ। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর দাবি এ ঘটনাটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম হিরো জানান, স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর জামায়াত-বিএনপির লোকজন সঙ্গে নিয়ে রাতে তার নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারিরা ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর এসব ঘটনা ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, আমাকে হয়রানি করার উদ্দেশ্যে নৌকার প্রার্থীর সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে আমি বা আমার সমর্থক জড়িত নয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, আ.লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম হিরোর নির্বাচনী অফিসে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন