News71.com
 Bangladesh
 07 Apr 21, 11:19 AM
 662           
 0
 07 Apr 21, 11:19 AM

সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ের আয়োজন॥ অভিভাবকদের জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ের আয়োজন॥ অভিভাবকদের জরিমানা

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের অভিভাবকদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হয়।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ ও পেশকার হাফিজ উদ্দিনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও আনিসুর রহমান বলেন, লকডাউনকে উপেক্ষা করে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর সঙ্গে সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের সিএনজিচালিত এক অটোরিকশাচালকের বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। বর ও কনে উভয়েই অপ্রাপ্তবয়স্ক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও কনের অভিভাবকদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মায়ের কাছে মুচলেকা নেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন