Bangladesh
 21 Feb 21, 10:23 PM
 18             0

রাবিতেও হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ॥

রাবিতেও হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ॥

 

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

বিক্ষোভ কর্মসূচিতে ‘ভ্যাক্সিন আনো ভ্যাক্সিন দাও, ক্যাম্পাস খুলে দাও’, হল ক্যাম্পাস বন্ধ কেন প্রশাসন জবাব চাই’, হলের ঐ বন্দিশালা, লাথি মার ভাঙরে তালা, দাবি মোদের একটাই, হল ক্যাম্পাস খোলা চাই, শিক্ষাক্ষেত্রে প্রহসন, মানি না মানবো না, বলে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মানিক বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় আমাদের শিক্ষাজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন