Bangladesh
 22 Jan 21, 10:36 AM
 69             0

সাবেক এমপি মজিদ মণ্ডল আর নেই॥

সাবেক এমপি মজিদ মণ্ডল আর নেই॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মণ্ডল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডল আর নেই । বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও মরহুমের ছেলে আব্দুল মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী তাজউদ্দিন আহম্মেদ জানান, আব্দুল মজিদ মণ্ডল দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। তিনি কৃত্রিম অক্সিজেন নিয়ে বেঁচে ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকাস্থ নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা এনায়েতপুরের রুপনাই মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে দাফন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন