News71.com
 Bangladesh
 24 Nov 20, 07:42 PM
 759           
 0
 24 Nov 20, 07:42 PM

নাটোরে কৃষি উপকরণ পেলেন পাঁচ হাজার ২৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।।

নাটোরে কৃষি উপকরণ পেলেন পাঁচ হাজার ২৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।।

নিউজ ডেস্কঃ জেলায় চলতি রবি এবং পরবর্তী খরিপ-১ মৌসুমের মোট ১৫টি শস্য উৎপাদনের লক্ষ্যে ৫৩ লাখ টাকা মূল্যমানের প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় নাটোর সদর উপজেলার মোট পাঁচ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার সব কৃষি উপকরণের সহজলভ্যতা সৃষ্টির পাশাপাশি সব উপকরণের মূল্যও হ্রাস করেছে। কৃষি বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তির সংযোজনের মাধ্যমে কৃষিকে সমৃদ্ধ করেছে সরকার। এর সুফল হিসেবে খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ এখন খাদ্য রফতানিকারক দেশে পরিণত হয়েছে।নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম সভায় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকী, নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু।নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদুল ইসলাম বলেন, উপজেলার নাটোর পৌরসভা এবং ছয়টি ইউনিয়ন এলাকার মোট পাঁচ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তাদের এক বিঘা পরিমাণ জমি চাষাবাদের বীজ এবং ক্ষেত্রবিশেষে রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকরা বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, চীন বাদাম, পেঁয়াজ এবং গ্রীষ্মকালীন মুগডাল এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, মশুর, খেসারি, টমোটো ও মরিচ বীজ দেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন