News71.com
 Bangladesh
 07 Nov 20, 09:56 PM
 743           
 0
 07 Nov 20, 09:56 PM

নাটোরে প্রকৌশলীর সর্বস্ব ছিনতাই॥ ৩ ছিনতাইকারী আটক

নাটোরে প্রকৌশলীর সর্বস্ব ছিনতাই॥ ৩ ছিনতাইকারী আটক

 

নিউজ ডেস্কঃ নাটোরের এক প্রকৌশলীর কাছ থেকে সর্বস্ব লুটে নেয়ার ঘটনায় উবারের প্রাইভেটকারসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান,পাবনা গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর অফিস ছুটির পর পাবনার দাশুড়িয়া থেকে নিজ বাড়ি নাটোরের বনপাড়া যাওয়ার জন্য ভাডা করা প্রাইভেট কারে উঠেন।গাড়িতে ওঠার পর সেখানে থাকা ৩ জন ওই প্রকৌশলীর হাত-পা, চোখ-মুখ বেঁধে মারপিট করে মোবাইল, এটিএম কার্ড, মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে জিম্মি করে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায় করে। এরপর বাঁধা অবস্থাতেই রাতে প্রকৌশলী জাহিদুলকে নাটোরের বনপাড়া ডিগ্রী কলেজের সামনে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় মামলা হলে পুলিশ নাটোরসহ ঢাকা ও পাবনায় অভিযান চালায়। প্রযুক্তির সহায়তায় অভিযানের পর ২ নভেম্বর দিনাজপুরের শরিফুল ইসলাম ও আরিফুল ইসলাম এবং চাঁদপুর জেলার হাইমচর থানার বাদশা মিয়া দেওয়ানকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন