News71.com
 Bangladesh
 02 Oct 20, 08:05 PM
 840           
 0
 02 Oct 20, 08:05 PM

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ৩ স্থানে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু॥  

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ৩ স্থানে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে একদিনে পৃথক তিনটি স্থানে পানিতে ডুবে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও এক নারী। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পাগলা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যান শিবগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারি নূর মোহাম্মদ। শিবগঞ্জ থানার ওসি শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, দুপুর দেড়টার দিকে নাচোলের জোনাকী পাড়া গ্রামের একটি খালে পড়ে ডুবে মারা গেছে একই গ্রামের বাবুল আলীর ৫ বছরের শিশু কন্যা আনিকা আঞ্জুম। বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ওসি সেলিম রেজা। এছাড়া গোমস্তাপুরে পূনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন ফেরদৌসী বেগম নামে এক গৃহবধূ। এ ঘটনায় তানিয়া বেগম নামে অন্য এক নারী নিখোঁজ রয়েছেন। গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন