News71.com
 Bangladesh
 05 Sep 20, 10:41 AM
 792           
 0
 05 Sep 20, 10:41 AM

বগুড়ায় ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত॥

বগুড়ায় ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত॥

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলায় গরু বোঝাই ভটভটি উল্টে শাহিন আলম (২৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রনবীরবালা বছির পাগলার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম উপজেলার খানপুর ইউনিয়নের দড়িখাগা গ্রামের আহম্মেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ধুনট উপজেলার হাসখালী হাট থেকে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে সাতটি গরু নিয়ে শেরপুর যাচ্ছিলেন শাহীন। এ সময় তাদের ভটভটির সঙ্গে পাশের আরেকটি খালি ভটভটি পাল্লা দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে ভটভটি দু’টি একে অপরকে ওভারটেক করার চেষ্টা করতে থাকে। পথে রনবীরবালা বছির পাগলার মাজার এলাকায় পৌঁছালে গরু বোঝাই ভটভটিটি উল্টে পাশের গর্তে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী শাহিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও ১০ জন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ভটভটিতে থাকা গরুগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে এবং ভটভটিটি পুলিশ হেফাজতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন