News71.com
 Bangladesh
 17 Aug 20, 11:07 AM
 855           
 0
 17 Aug 20, 11:07 AM

নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন॥ আ’লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন॥ আ’লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

নিউজ ডেস্কঃ নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। মনোনয়ন প্রত্যাশীদের সোমবার থেকে দলীয় ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সোমবার (১৭ আগস্ট) থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন করতে এবং জমা দিতে পারবেন।রোববার (১৬ আগস্ট) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মনোনয়ন প্রত্যাশী সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং লোক সমাগম না করে (এক/দু’জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে বলা হয়েছে।গত ২৭ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য ইসরাফিল আলম। তার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন