News71.com
 Bangladesh
 18 Jul 20, 10:13 AM
 777           
 0
 18 Jul 20, 10:13 AM

নাটোরে পুলিশ-ডাক্তার-খাদ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত॥

নাটোরে পুলিশ-ডাক্তার-খাদ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ চিকিৎসক, ব্যাংকার, খাদ্য গুদাম কর্মকর্তা, পুলিশসহ ১৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নাটোরে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪০ জন। শুক্রবার (১৭ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাব থেকে মোট ১৭টি পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চারটি আগের আক্রান্ত। ফলে নতুন করে ১৩ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাদের মধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা, নাটোর শহরের হাফরাস্তা এলাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এক কর্মী রয়েছেন। ইসলামী ব্যাংক গুরুদাসপুরের চাঁচকৈড় শাখায় কর্মরত একজন আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সদরের হয়বতপুর এলাকায়। লালপুর থানার এক সাব ইন্সপেক্টর, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী ও আগের আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শকের স্ত্রীর পজিটিভ ফল এসেছে। এ নিয়ে স্বাস্থ্য পরিদর্শকসহ তার পরিবারের চার সদস্যই আক্রান্ত হলেন। অপরদিকে, সিংড়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার ছেলে আক্রান্ত হয়েছেন। এর আগে আক্রান্ত হয়েছেন ওই কর্মকর্তা নিজেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন