নিউজ ডেস্কঃ পাবনা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, রিভলবার, শটগান ও ১৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা সদরের ভাড়ারা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- পাবনা সদর উপজেলার দ্বীপচর গ্রামের মৃত রফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে মো. সিদ্দিক (৫০) ও একই উপজেলার ভাড়ারা গ্রামের মৃত আলেম খাঁর ছেলে মো. নূর আলী খাঁ (৪৫)। র্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান । সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল (১৪ জুলাই) সোয়া ৬টার দিকে ভাড়ারা গ্রামের পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, রিভলবার, শর্টগান, ১৫ রাউন্ড গুলি এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।