News71.com
 Bangladesh
 20 Jun 20, 10:02 PM
 921           
 0
 20 Jun 20, 10:02 PM

রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা॥  

রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা॥   

নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২০-২১ অর্থবছরে প্রায় হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে নগর অ্যানেক্স ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের হিসাব সমান অর্থাৎ সুষম হলেও প্রস্তাবিত বাজেট গত অর্থবছরের চেয়ে আকারে প্রায় দ্বিগুণ। প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৫৪৭ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকার। যা সংশোধিত হয়ে ৪৭৩ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার টাকায় দাঁড়িয়েছে। এবার ২০২০-২১ অর্থবছরে ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা ৯২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ।

সংবাদ সম্মেলনে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সিটি করপোরেশন পরিচালনা ব্যয় যত দ্রুত বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় আয় বাড়ছে না। এ জন্য এবারের বাজেটে অপ্রচলিত খাতে আয় বৃদ্ধি ও প্রচলিত আয়ের খাতগুলোতে তথ্য-প্রযুক্তির অধিক ব্যবহারের মাধ্যমে শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করোনাকালে এতো বড় বাজেট বাস্তবায়ন কীভাবে সম্ভব হবে? এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, স্বপ্নচূড়া ও দারুচিনি মার্কেটে সিটি করপোরেশনের অংশ বিক্রি করে করে একটি বড় অংকের রাজস্ব আসবে। প্রকল্প খাত থেকে ৪০ কোটি টাকা ব্যয়ে শালবাগান মার্কেট তৈরি হলে সেখান থেকেও রাজস্ব আসবে। সরকারি-বেসরকারি সহায়তা থাকবে। সালভেজ ম্যাটারিয়াল ও এ্যাসফল্টপ্ল্যান্টের মাধ্যমে আয় বৃদ্ধি করা হবে। ফলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন