News71.com
 Bangladesh
 19 Jun 20, 11:27 PM
 1004           
 0
 19 Jun 20, 11:27 PM

চাঁপাইনবাবগঞ্জে আমে এবার মিলছেনা আসল স্বাদ ও গন্ধ॥ মূল্যও তুলনামূলক বেশী

চাঁপাইনবাবগঞ্জে আমে এবার মিলছেনা আসল স্বাদ ও গন্ধ॥ মূল্যও তুলনামূলক বেশী

নিউজ ডেস্কঃ করোনা সংকট মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের আমগাছের সঠিক পরিচর্যা না করায় এবং দেরিতে মুকুল আসায় প্রাকৃতিভাবে আমের পুষ্টতা এখনও আসেনি। ফলে আমের এই ভরা মৌসুমেও নেই আমের প্রকৃত স্বাদ ও গন্ধ। তারপরও ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে অনেক আম ঝরে পড়ায় এবার আমের ফলন কম হয়েছে। যার ফলে বেশি দামের আশায় আম ব্যবসায়ীরা গোপালভোগ, ক্ষিরসাপাত ও ল্যাংড়া আম নামিয়ে বিক্রি করছে। এতে করে বিক্রেতারা বেশি দাম পেলেও এই আম কিনে ঠকছে ক্রেতারা। কারণ এখনও আমের স্বাদ ও গন্ধ ঠিকভাবে পাওয়া যাচ্ছে না ।

 

এই প্রসঙ্গে আম গবেষকরা বলছেন, আমগাছের সঠিক পরিচর্যা না করায় এবার আমের এই অবস্থা হয়েছে। অপরদিকে, আমের দাম  ভালো পাওয়ায় ব্যবসায়ী ও বিক্রেতারা বেশ খুশি। তবে আমের দাম নাগালের বাইরে থাকায় ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। আগামী সপ্তাহে সব জাতের আম উঠলে বেচাকেনা আরো জমবে বলে আশাবাদি ব্যবসায়ী ও বিক্রেতারা।  বাজার ঘুরে দেখা গেছে, আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলোতে আম বিক্রি হচ্ছে। তবে গতবছরের তুলনায় এখনও জমে উঠেনি বাজারগুলো। বর্তমানে বাজারে চাহিদা বেড়েছে গোপালভোগ, ক্ষিরসাপাতসহ বিভিন্ন জাতের গুটি আমের। এবার আমের দাম  ভালো পাওয়ায় ব্যবসায়ী ও বিক্রেতারা বেশ খুশী। তবে গোপালভোগের মৌসুম শেষ হওয়ায় কোন কোন জায়গায় পাওয়া গেলেও দাম বাড়তি রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন