নিউজ ডেস্কঃ নাটোরে জেলা পুলিশের পক্ষ থেকে স্বপ্নকলি স্কুলের পথ শিশুদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ৮৬টি পথ শিশুদের হাতে এই ঈদ উপহার তুলে দেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা । এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আকরামুল হোসেন, নাটোরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন আর রশিদ, সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, এএসপি জামিল আকতার এবং প্রাণ নাটোর কারখানার জিএম হযরত আলী ।