News71.com
 Bangladesh
 21 May 20, 06:19 PM
 804           
 0
 21 May 20, 06:19 PM

বগুড়ায় বিদ্যুতের ১৪০০ কেজি তারসহ আটক ২॥

বগুড়ায় বিদ্যুতের ১৪০০ কেজি তারসহ আটক ২॥

নিউজ ডেস্কঃ বগুড়ার কাহালু উপজেলায় হাই ভোল্টেজ বিদ্যুতের এক হাজার ৪শ কেজি তারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ মে) ভোরে উপজেলার ইন্দুখুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।আটক দুইজন হলেন, উপজেলার বীরকেদার খা পাড়ার আমজাদ হোসেন (৫৩) ও সাকোহালী এলাকার তসলিম ওরফে টুটুল (৪২) ।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে হাইভোল্টেজ বিদ্যুতের তার চোরাই ১৪শ কেজি তারসহ আমজাদ হোসেন ও তসলিম ওরফে টুটুলকে আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।তিনি বলেন, আটক ওই দুইজন দেশের বিভিন্ন এলাকা থেকে তার চুরি করে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।এ ব্যাপারে কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটকদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানার জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন