News71.com
 Bangladesh
 18 May 20, 11:09 AM
 761           
 0
 18 May 20, 11:09 AM

নওগাঁয় বিদ্যুতের তারে জড়িয়ে ২ শ্রমিকের মৃত্যু॥

নওগাঁয় বিদ্যুতের তারে জড়িয়ে ২ শ্রমিকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নওগাঁর রাণীনগ‌রের বি‌শিয়া গ্রা‌মের পুকুরপা‌ড়ে পড়ে থাকা বিদ‌্যু‌তের তা‌রে জড়ি‌য়ে জা‌হিদুল ইসলাম (৪৫) এবং আনোয়ার হো‌সেন (৪০) না‌মে দু’জন ধান কাটা শ্রমিকের মৃত্যু হ‌য়ে‌ছে। লস্থানীয় পারইল ইউপি চেয়ারম্যান ম‌জিবর রহমান জানান, তারা ধান কাটার জন‌্য ‌সোমবার (১৮ মে) সকাল ৭টার দি‌কে মা‌ঠে যা‌চ্ছিল। যাওয়ার প‌থে বি‌শিয়া গ্রা‌মের অভয় চ‌ন্দ্রের পুকু‌রে পা‌নি সে‌চের জন‌্য টানা বিদ‌্যু‌তের প‌ড়ে থাকা তারে পা প‌ড়ে জা‌হিদু‌লের। সে বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে প‌ড়ে । তা‌কে রক্ষার জন‌্য সঙ্গে থাকা আনোয়ার চেষ্টা কর‌লে সেও বিদ‌্যুতা‌য়িত হয়। এতে ঘটনাস্থলেই দু’জ‌নের মৃত‌্যু ঘ‌টে। নিহত দু’জ‌নের বাড়ি বি‌শিয়া গ্রা‌মে ব‌লে জানা গে‌ছে। খবর পে‌য়ে লাশ উদ্ধারে গেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন