News71.com
 Bangladesh
 14 May 20, 10:33 PM
 890           
 0
 14 May 20, 10:33 PM

শিবগঞ্জে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু॥

শিবগঞ্জে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। তারা সর্ম্পকে একে অপরের মামাতো ও ফুফাতো ভাই।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ওই ইউনিয়নের উমরপুর গ্রামের খোঁচপাড়ার আব্দুল মতিনের ছেলে শাহদাৎ হোসেন নয়ন (১০ ) ও একই এলাকার মেশের আলীর ছেলে জিহাদ (১২)। শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, দুপুর ১টার দিকে পাগলা নদীর উমরপুর ঘাট এলাকায় অন্য বাচ্চাদের সঙ্গে গোসল করতে নামে নয়ন ও জিহাদ। নদীটি পুনঃখনন হওয়ায় গোসলের একপর্যায়ে শিশু দুইটি পানিতে তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশু দুটি মারা যায়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামাল হোসেন শিশু দুইটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন