News71.com
 Bangladesh
 13 May 20, 10:18 PM
 799           
 0
 13 May 20, 10:18 PM

রাজশাহীতে ১ লাখ ৩০ হাজার পরিবারকে আ’লীগের খাদ্য সহায়তা।।

রাজশাহীতে ১ লাখ ৩০ হাজার পরিবারকে আ’লীগের খাদ্য সহায়তা।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহীতে ১ লাখ ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ নেতারা।ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম সম্পর্কে বুধবার (১৩ মে) দুপুর রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়ার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।


সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে রাজশাহীতে ১ লাখ ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগে মহানগর আওয়ামী লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে দুশ’ জন মানুষকে ঈদের উপহার বিতরণ করা হবে।’ সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে করোনামুক্ত রাখা সম্ভব হয়েছে বলেও জানান মেয়র।এ সময় ত্রাণ বিতরণের বিবরণ দেওয়া হয়। এতে বলা হয়, রাজশাহী মহানগরীর ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ৩৭৫ টন চাল, ৫ টন আটা, ৬৪ টন ডাল, ৬৭ টন আলু, শিশুখাদ্য হিসেবে ল্যাকটোজেন ও বায়োমিল দুধ ২০০০ প্যাকেট, বিভিন্ন প্রকার সবজি ৩০০ টন বিতরণসহ নগদ অর্থ দেওয়া হয়েছে। রমজানের শুরু থেকেই ভাসমান রোজাদার মানুষদের জন্য প্রতিদিন ১২০০ প্যাকেট উন্নতমানের ইফতারি বিতরণ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন