News71.com
 Bangladesh
 12 May 20, 05:41 PM
 813           
 0
 12 May 20, 05:41 PM

২ ভার্চ্যুয়াল কোর্ট স্থাপন॥ অনলাইনে জামিন হবে রাজশাহীতেও

২ ভার্চ্যুয়াল কোর্ট স্থাপন॥ অনলাইনে জামিন হবে রাজশাহীতেও

নিউজ ডেস্কঃ করোনা সংকটের কারণে অধস্তন আদালতে ভার্চ্যুয়ালি কার্যক্রম পরিচালনার পদ্ধতি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর প্রথমবারের মত রাজধানী ঢাকার বাইরে বিভাগীয় শহর রাজশাহীতেও আসামিদের জামিন আবেদন গ্রহণ ও শুনানির জন্য দুইটি ভার্চ্যুয়াল কোর্ট তৈরি করা হয়েছে। ফলে এখন থেকে রাজশাহীর আইনজীবীরাও অনলাইনে জামিনের আবেদন করতে পারবেন। অংশ নেবেন শুনানিতে।চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।রাজশাহীর কারাগারে বন্দি আসামিদের জামিন-শুনানির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক রাজশাহীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ দু’টি ভার্চ্যুয়াল কোর্ট সৃষ্টি করা হয়েছে। এখন থেকে আইনজীবীরা ই-মেইলে বা mycourt.judiciary.org.bd লিংক ব্যবহার করে তার মক্কেলের জামিনের আবেদন করতে পারবেন।


আদালত সূত্রে জানানো হয়েছে-ভার্চ্যুয়াল কোর্টে শুনানির জন্য আবেদনপত্রে কোর্ট ফি লাগিয়ে মামলার নম্বর লিখে তা স্ক্যান করে বা ছবি তুলে পাঠাতে হবে। আইনজীবীকে তার ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই সঙ্গে দিতে হবে। আদালত থেকে অনলাইন শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। এরপর শুনানির জন্য ঠিক করা দিন ও সময় সংশ্লিষ্ট আইনজীবীকে ই-মেইলে ও মোবাইলে বিষয়টি জানানো হবে।নির্ধারিত সময়ে ওই আইনজীবী ইমেইলে পাঠানো লিংকে ক্লিক করেই ভিডিও কনফারেন্সে মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারবেন।রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির জন্য জেলার বাগমারা, দুর্গাপুর, বাঘা ও চারঘাট উপজেলার জন্য নির্ধারিত হয়েছে এক নম্বর ভার্চ্যুয়াল কোট। এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল আমিন ভুঁইয়া।এই কোর্টের ই-মেইল হলো- virtualcourt1.cjm.rajshahi@gmail.com এই কোর্টে সহায়তাকারী হিসেবে থাকবেন স্টেনোগ্রাফার এসএম নূরে কামাল। তার মোবাইল নম্বর- ০১৮৩৬- ৯৫৭৭৫১।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন