নিউজ ডেস্কঃ গত ২৫ মার্চ থেকে বন্ধ যাত্রীবাহী ট্রেন চলাচল। খুব শিগগিরই আবারো শুরুর প্রস্তুতি চলছে জোরেশোরে। ইতোমধ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্লাটফরমে ট্রেনে ওঠার এবং টিকিট কাউন্টারের সামনে স্বাস্থ্যবিধি মেনে দাঁড়ানোর জন্য তিন ফুট দূরত্বে অবস্থান নিশ্চিত করতে গোল বৃত্ত করা হয়েছে। যাতে ট্রেন চালু হলে যাত্রীরা নিরাপদ দূরত্বে অবস্থান করতে পারেন। সোমবার রেলওয়ে স্টেশনে গিয়ে সদ্য গোল বৃত্তগুলো দেখা যায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যেকোনো সময় ট্রেন চালু হতে পারে। এ জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। সরকারের নির্দেশনা পেলেই চলবে যাত্রীবাহী ট্রেন। সেই তারিখটি ১৭ মে কিনা, ওই কর্মকর্তা তা নিশ্চিত করেননি। উল্লেখ্য, ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে সরকার।