News71.com
 Bangladesh
 10 May 20, 10:03 PM
 854           
 0
 10 May 20, 10:03 PM

পাবনার সাঁথিয়া উপজেলায় দিনে দুপুরে ছিনতাই॥ছাত্রলীগ নেতাসহ আটক ৩, টাকা উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলায় দিনে দুপুরে ছিনতাই॥ছাত্রলীগ নেতাসহ আটক ৩, টাকা উদ্ধার

নিউজ ডেস্কঃ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় দিনেদুপুরে ব্যবসায়ীর প্রায় ছয় লাখ টাকা ছিনতাই করে জেলা ছাত্রলীগ নেতাসহ তিনজন। পরে পুলিশ ছিনতাই হওয়া টাকা, চেকসহ তিন ছিনতাইকারীকে আটক করে। রবিবার দুপুরে আতাইকুলার বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যবসায়ী মুসাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাইকুলা থানা সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজারের ভূসি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে মুসা কর্মচারীকে সঙ্গে নিয়ে রবিবার দুপুরে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন। পথে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা বাজার সংলগ্ন ব্রিজ থেকে ব্যবসায়ীকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় মুসার চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা টাকার ব্যাগ ফেলে দৌড়ে পালায়।

পরে ব্যবসায়ী মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করলে মুহূর্তেই থানার পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিপুর থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধা ও তার ছোট ভাই রানা মৃধা ও মামা শিপনকে আটক করে। ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস জানান, ছাত্রলীগের নাম ব্যবহার করে রুহুল আমিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আলম জানান, ছিনতাই হওয়ায় ৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা ও ৭ লাখ টাকার একটি চেক উদ্ধার এবং ছিনতাইকারীদের আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন