News71.com
 Bangladesh
 10 May 20, 10:34 AM
 849           
 0
 10 May 20, 10:34 AM

বগুড়ায় অবৈধ ব্লাডব্যাংক-ফার্মেসি পরিচালনায় ৩ জনের কারাদণ্ড॥

বগুড়ায় অবৈধ ব্লাডব্যাংক-ফার্মেসি পরিচালনায় ৩ জনের কারাদণ্ড॥

নিউজ ডেস্কঃ বগুড়ায় অবৈধভাবে ব্লাডব্যাংক ও লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনার দায়ে তিনজনকে তিন মাসের কারাদদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৯ মে) দুপুর ৩টায় জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অবস্থিত বর্ষণ মেডিসিন ও সার্জিক্যাল নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন।এটিএম কামরুল ইসলাম জানান, হাসপাতাল এলাকায় বর্ষণ মেডিসিন ও সার্জিক্যাল নামের ওই প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন না থাকলেও দীর্ঘদিন ধরে ওষুধ এবং রক্ত বেচাকেনা করে আসছে। সুমন, নিহার রঞ্জন ও রাসেল নামের তিন ব্যক্তি ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। তারা যেসব ওষুধ বিক্রি করে থাকে তার বেশিরভাগেরই মেয়াদোত্তীর্ণের তারিখ ও দাম বাড়িয়ে বিক্রি করে আসছিল।তিনি আরও বলেন, অনুমোদন ছাড়া যে ব্লাডব্যাংক পরিচালনা করা হচ্ছিল সেখানেও মিলেছে বেশ কয়েকটি নষ্ট ব্যাগ ও পুরনো রক্ত। এসব ওষুধ এবং রক্ত দালালদের মাধ্যমে বিভিন্ন রোগীর কাছে চড়া দামে বিক্রি করতো তারা। অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি সেখান থেকে জব্দ করা ওষুধ ও রক্ত ধ্বংস করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন