News71.com
 Bangladesh
 09 May 20, 06:04 PM
 832           
 0
 09 May 20, 06:04 PM

বগুড়ার নন্দীগ্রামে বালু বোঝাই ট্রাক কেড়ে নিল ঘুমন্ত মা-মেয়ের প্রাণ॥

বগুড়ার নন্দীগ্রামে বালু বোঝাই ট্রাক কেড়ে নিল ঘুমন্ত মা-মেয়ের প্রাণ॥

নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুরের সড়কপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওমরপুর সড়কপাড়ার মৃত আলতাফ হোসেনের স্ত্রী অতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতলী খাতুন (৪০)।

স্থানীয়রা জানান, শনিবার ভোরের দিকে বালু বোঝাই ট্রাকটির চালক দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি ওমরপুর সড়কপাড়ার দিনমজুর হেলালের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় হেলালের নানী ও মা মারা যান। কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে বালু বোঝাই একটি ট্রাক নাটোরে দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পরে, এতে ট্রাকের চাপা ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন