News71.com
 Bangladesh
 08 May 20, 10:24 PM
 879           
 0
 08 May 20, 10:24 PM

রাজশাহী কারাগার থেকে আরও ১২৯ কয়েদিকে মুক্তির নির্দেশ॥  

রাজশাহী কারাগার থেকে আরও ১২৯ কয়েদিকে মুক্তির নির্দেশ॥   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের আরও ১২৯ কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। শুক্রবার (০৮ মে) দুপুরে কারা কর্তৃপক্ষ এ নির্দেশ পেয়েছে। এর আগে গত শনি ও রোববার দুই দফায় ৯৮ বন্দিকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছিল।রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, তৃতীয় ধাপে ১২৯ কয়েদিকে মুক্তি দিতে দুপুরেই নির্দেশনা পেয়েছি। যাদের জরিমানা নেই তাদের সন্ধ্যায় ছেড়ে দেয়া হবে। আর আগের ৯৮ বন্দির অনেকেই চলে গেছেন, কারো কারো জরিমানা পরিশোধ না হওয়ায় আটক আছেন।তিনি জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এ রকম বন্দিদের তালিকা কিছু দিন আগে কারা অধিদপ্তর সারাদেশের কারাগারগুলো থেকে নিয়েছিল। তালিকা পাওয়ার পর সারাদেশ থেকেই বন্দি মুক্তি দেয়া হচ্ছে।তিনি আরও জানান, তিন ধাপে কয়েদিদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত আছে। সে অনুযায়ী প্রথম ধাপে ৩৩, দ্বিতীয় ধাপে ৬৫ এবং তৃতীয় ধাপে ১২৯ জনকে মুক্তির নির্দেশনা তিনি পেয়েছেন। এই ২২৭ জনের বাইরে আর কাউকে মুক্তি দেয়া হবে কি না সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন