নিউজ ডেস্কঃ চীনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাটের তরুণ মিজানুর রহমান সরকার এবার বাংলাদেশে ৩০৮টি কেএন-৯৫ মাস্ক পাঠিয়েছেন। মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে মিজানুরের দুজন প্রতিনিধি জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের হাতে কিছু মাস্ক তুলে দিয়ে এ কার্যক্রম শুরু করেন।পরে দিনভর জয়পুরহাটের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও চিকিৎসকদের মধ্যে মাস্কগুলো বিতরণ করেন তারা।এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘জয়পুরহাটের তরুণ শিক্ষার্থী মিজানুর রহমান চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি কিছু মাস্ক কিনে পাঠিয়েছেন। আমাকে আটটি মাস্ক দিয়েছেন'।এর আগে ২৫ মার্চ মিজানুর রহমান তার বৃত্তির টাকা বাঁচিয়ে বাংলাদেশে করোনা পরীক্ষার ১০০টি কিট কিনে পাঠিয়েছিলেন। মিজানুর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর সরকার পাড়া গ্রামের আবু জাফরের ছেলে। তিনি চীনের নানতং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন।