নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যর বাড়ি থেকে কৃষি প্রণোদনার ৬৬ বস্তা সার ও ৫১ বস্তা উচ্চ ফলনশীল ধানের বীজ জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দলগাছা গ্রামের সাবেক ইউপি সদস্য মেহেদি হাসান পুলুর বাড়িতে অভিযান চালিয়ে সার-বীজগুলো জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত সার-বীজ কালো বাজার থেকে ক্রয় করে মজুত করার অভিযোগে সাবেক ইউপি সদস্য পুলুর বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ বস্তা ডিএপি ও ২২ বস্তা এমওপি সার এবং ৫১ বস্তা উচ্চ ফলনশীল ব্রি ধান-৪৮ ধানের বীজ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ইউপি সদস্য মেহেদি হাসান পুলুর বাড়িতে অভিযান চালিয়ে কালো বাজার থেকে ক্রয়কৃত কৃষি প্রণোদনার সার-বীজ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।