News71.com
 Bangladesh
 28 Apr 20, 10:27 PM
 997           
 0
 28 Apr 20, 10:27 PM

বগুড়ার শেরপুরে অসহায় ৫০০ পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ।।

বগুড়ার শেরপুরে অসহায় ৫০০ পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ।।

নিউজ ডেস্কঃ করোনায় কর্মহীন অসহায় ৫০০ পরিবারের মাঝে বগুড়ায় বিএনপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বগুড়ার শেরপুর উপজেলার ৫টি ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধারাবাহিকভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এর পক্ষে মঙ্গলবার বগুড়ার শেরপুর উপজেলার ৫টি ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন শেরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল আলম তোতা, আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবলু, রফিকুল ইসলাম, পিয়ার হোসেন, স্বাধীন কুমার কুন্ডু, বিএনপি নেতা মাসুদ, ফেরদৌস গোলাম, এমপির ব্যাক্তিগত সহকারি আব্দুল আজিজ ও সাইদুল ইসলাম, যুবদল নেতা মামুন, মমিন, আপেল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন