News71.com
 Bangladesh
 28 Apr 20, 10:55 AM
 879           
 0
 28 Apr 20, 10:55 AM

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত মায়েরা ও শিশুরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার॥

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত মায়েরা ও শিশুরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহী মহানগরীর কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মায়েরা পেয়েছেন নগদ অর্থ ও শিশুরা পেয়েছে গুঁড়ো দুধ। সোমবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে অর্থ ও গুঁড়ো দুধ বিতরণ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে নগরীর ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের ৬৪ জন শিশুর প্রত্যেককে এক প্যাকেট করে গুঁড়ো দুধ এবং ৮০ জন মায়ের প্রত্যেককে নগদ ৫০০ করে টাকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকি ২৬টি ওয়ার্ডের ৪১৬ জন শিশুকে গুঁড়ো দুধ এবং ৫২০ জন মায়ের প্রত্যেককে ৫০০ করে টাকা প্রদান করা হবে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। এ সময় রাসিক সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন